কমিউনিটি পুলিশে কোনো দালালের স্থান হবে না বিএমপি কমিশনার

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

বরিশাল অফিস
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম (বার) বলেছেন, অপরাধ ও জঙ্গিবাদ নির্মূলে তথ্য সংগ্রহের লক্ষ্যে তথ্য বহুল মেট্রোপলিটন পুলিশ প্রশাসন গড়ার কাজ শুরু করা হয়েছে। অপরাধী যতই বড় হোক তাকে পুলিশের আইনের আওতায় আসতে হবে। এছাড়া যিনি কমিনিউটি পুলিশ থেকে দালালি করতে চান তাকে এখনই চলে যেতে হবে এখানে কোনো দালালের স্থান হবে না। শনিবার সকাল সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে নাগরিক তথ্য অভিযান-২০১৯ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। \হএ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার আবু রায়হান সালেহ, মোক্তার হোসেন, খায়রুল আলম প্রমুখ।