গলাচিপায় বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা
পটুয়াখালীর গলাচিপায় আত্মসমর্পণকৃত দরিদ্র মাদকসেবী ও মাদকব্যবসায়ীদের পুনর্বাসন কর্মসূচি ও বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী জেলা পুলিশ সুপার, পিপিএম- সেবা মোহাম্মাদ মঈনুল হাসান। গলাচিপা থানার আয়োজনে শনিবার বেলা ১১টায় পৌর ফেরিঘাট রোডে ১ নং বিট পুলিশিং কার্যালয়ে গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, গলাচিপা সার্কেল মো. হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, পৌর মেয়র আহসানুল হক তুহিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন মোলস্না, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া প্রমুখ। এ অনুষ্ঠানে আলী হোসেন, লিজা বেগম, স্বপন বনিক, কাইয়ুম, শাহিন হাওলাদার, সোহাগ হাওলাদার মাদকসেবী ও মাদকব্যবসায়ী আত্মসমর্পণ করেন।