শেরপুরে মুক্ত হলো ৮ বক

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

শেরপুর প্রতিনিধি
বন্য পাখি পশু ধরা বা নিধনে কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জেলায় পাখি ধরা বন্ধ নেই। শুক্রবার পরিবেশবাদী সংগঠন শেরপুর বার্ড ক্লাবের কয়েকজন সদস্য পাখির ছবি ধারণ করার জন্য ঝিনাইগাতী উপজেলার চেঙ্গুরিয়া কালিবাড়ি ও কাঁটাখালি, কোয়ারিরোড় এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন। তখন তাদের নজরে বেশ কয়েকটি আলা (পাখি ধরার ফাঁদ) দিয়ে পাখি শিকারিদের বক ধরতে দেখতে পান। ক্যামেরা দেখে কয়েকজন পাখি শিকারি ফাঁদ ফেলে পালিয়ে যান। দুজন শিকারি ধরা পড়েন। তাদের কাছ থেকে ধৃত ৮টি বক উদ্ধার করে শেরপুর বার্ডক্লাব সভাপতি সুজয় মালাকার ও সাধারণ সম্পাদক শহীদুজ্জামান খোলা আকাশে অবমুক্ত করে দেন। ঝিনাইগাতী ইউএনও রুবেল মাহমুদ জানান, বিষয়টি তার জানা নেই। তবে সংশ্লিষ্টদর মাধ্যমে যথাযথ ব্যবস্থা করবেন তিনি।