মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

জামালপুর প্রতিনিধি
শিল্পপতি ইদ্রিস মিয়ার বিরুদ্ধে নারী নির্যাতন ও সরকারি রাজস্ব ফাঁকির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইদ্রিস অ্যান্ড কোং (প্রা.) লিমিটেড এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। শনিবার দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইদ্রিস অ্যান্ড কোং (প্রা.) লিমিটেডের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মোতাসিম বিলস্নাহ আরিফ। এ সময় লিখিত বক্তব্যে জানান, ইদ্রিস মিয়া বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে দেশে-বিদেশে নিয়মিত চিকিৎসা নিচ্ছেন। অথচ তার বিরুদ্ধে নারী কর্মীদের যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। এ ছাড়াও তিনি প্রতি বছর সরকারকে কোটি কোটি রাজস্ব প্রদান করে একাধিকবার পুরস্কার পাওয়ার পরও তার বিরুদ্ধে রাজস্ব ফাঁকির অভিযোগ করা হয়। যা সম্পূর্ণভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির উপদেষ্টা আব্দুস সালাম, জেনারেল ম্যানেজার রুহুল আমীন, রিপন প্রমুখ।