আনোয়ারায় ঝুঁকি নিয়ে চলছে যান

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা চট্টগ্রামের আনোয়ারার বারখাইন ইউনিয়নের ঝিঁওরি শিলাইগড়া মাজার গেট এলাকায় কাটাখালি খালের ওপর সেতুতে গর্তের সৃষ্টি হয়েছে। এতে এই সেতুর ওপর দিয়ে শিক্ষার্থীসহ এলাকাবাসীকে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। স্থানীয় সূত্র জানায়, উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিঁওরি মাজার গেট থেকে শিলাইগড়া ও তৈলারদ্বীপ এলাকার লোকজনের যাতায়াতের একমাত্র মাধ্যম কাটাখালি খালের ওপর নির্মিত নেজামের পুল সেতু। এ সেতু দিয়ে স্থানীয় ঝিবাসী উচ্চ বিদ্যালয়, বারখাইন জোমহুরিয়া আলীম মাদ্রাসা, ঝিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজীর হাটের কয়েক হাজার মানুষ যাতায়াত করে। প্রায় ১৫ বছর আগে ৩০ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু কিছুদিন যেতেই সেতুতে গর্তের সৃষ্টি হয়। স্থানীয়রা সেতুর উপর কাঠ ও বালির বস্তা দিয়ে মেরামতের চেষ্টা করলেও বর্তমানে সেতুর বিভিন্ন অংশে ভাঙন দেখা দেয়। ছয় মাস আগে সেতুতে আবারও গর্ত সৃষ্টি হলেও তা মেরামতে কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। রোববার সরেজমিনে দেখা যায়, সেতুর গর্তের রডের ওপর ইট ফেলে চলাচলের উপযোগী করছিলেন এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক। ভ্যানচালক ছালাম বলেন, 'বাঁইচ্চুম কি মইরগুম ইয়েন বিষয় নয়, পেটের দায়ে গাড়ি চলন পরিবু' (বাঁচব কি মরব সেটা বিষয় নয়, পেটের দায়ে গাড়ি চালাতে হবে)। বারখাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসনাইন জলিল শাকিল বলেন, এলাকাবাসীর জন্য সেতুটি খুব জরুরি। নতুনভাবে সেতু নির্মাণের জন্য বরাদ্দ দেয়া হয়েছে।