শেখ হাসিনা আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল

বিজয়নগর উপজেলা আ'লীগের সম্মেলনে মোকতাদির

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে উপজেলা আ'লীগের সম্মেলনে বক্তব্য রাখেন দ উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি -যাযাদি
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শনিবার বিকালে উপজেলার চম্পকনগর উবায়দুল মোকতাদির চৌধুরী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তানভীর ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর মৃধা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিজয়নগর উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'আজকে হাজার হাজার লোক নৌকা মার্কার পক্ষে শ্লোগান দিচ্ছেন, নির্বাচনের দিন আপনারা কোথায় ছিলেন? যদি নৌকার জন্য কাজ করে থাকেন, তাহলে কোথায় গেল ভোট? দিনেরবেলা নৌকা আর রাতের বেলা ঘোড়া? সবাই নৌকা মার্কার সমর্থক, কিন্তু ভোটের বাক্সে ঘোড়া। তিনি বলেন, 'নির্বাচনে নৌকা মার্কার জন্য কাজ করার জন্য আপনাদের অনুরোধ করেছি। নৌকার বিরোধিতাকারী লোকদের লজ্জা হওয়া উচিত। অনেকের খামখেয়ালি আর চতুরতার জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সম্মেলনে জেলা-উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।