সংখ্যালঘু বলে কিছু নেই:রফিকুল

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৯, ০০:০০

শাহ্‌রাস্তি (চাঁদপুর) সংবাদদাতা
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তম বলেছেন, এ দেশে ধর্মীয় সংখ্যালঘু বলে কিছু নেই, সবাই আমরা বাঙালি ও বাংলাদেশি। এ দেশ আমার, আপনার-সবার। এখানে আমার যেটুকু অধিকার রয়েছে, আপনাদেরও সে রকম অধিকার রয়েছে। সবাই যার যার ধর্ম পালন করলেও সবাই মিলে তা উপভোগ করি। সোমবার রাত ৯টায় চাঁদপুরের শাহ্‌রাস্তির মেহার কালীবাড়ির শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নিখিল মজুমদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার, পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান প্রমুখ। , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম প্রমুখ।