লাখাইয়ে শিশু হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের লাখাই উপজেলায় ৯ বছর বয়সী শিশু রুবেল মিয়াকে হাত-পা বেঁধে পানিতে ফেলে হত্যার অভিযোগে রায়হান মিয়া ওরফে জাবেদ রায়হানকে (৩১) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার দুপুর ১২টায় হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এই রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক মো. আল-আমিন। দন্ডপ্রাপ্তকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছর কারাদন্ডের আদেশ দেয় আদালত। রমনা থানার শিকদার বাড়ি এলাকার শাহজাহান মোলস্নার ছেলে সে। রায় ঘোষণার সময় রায়হান আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা যায়, রায়হান লাখাই উপজেলার ধর্মপুর গ্রামের আবদুল হাইকে বাবা ডেকে সেখানেই বসবাস করে আসছিলেন। ২০০৩ সালের ৮ আগস্ট একই গ্রামের শরীফ মিয়ার ৯ বছর বয়সী সন্তান রুবেলকে মাছ ধরার কথা বলে নৌকাতে করে পার্শ্ববর্তী হাওরে নিয়ে বলাৎকারের চেষ্টা চালায়। শিশু রুবেল এ সময় চিৎকার-চেঁচামেচি শুরু করলে ক্ষিপ্ত হয়ে তার হাত-পা বেঁধে পানিতে ফেলে দেয় রায়হান। ঘটনার ৩ দিন পর হাওরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। ১১ আগস্ট মরদেহ উদ্ধারের দিনই রুবেলের বাবা বাদী হয়ে রায়হানকে একমাত্র আসামি করে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুল আহাদ ফারুক জানান, রায় ঘোষণার পর রুবেলের পরিবার সন্তোষ প্রকাশ করেছে।