পলিথিন ব্যবহার করায় বকশীগঞ্জে দুই ব্যবসায়ীর দন্ড

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জামালপুরের বকশীগঞ্জে নিষিদ্ধ পলিথিন ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে সাত দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার স্থানীয় নঈম মিয়ার বাজারের দুই ব্যবসায়ীকে এই দন্ড দেন। গত ১ সেপ্টেম্বর ময়মনসিংহ বিভাগকে পলিথিনমুক্ত ঘোষণা করা হয়। বকশীগঞ্জকে পলিথিন মুক্ত করতে কয়েকদিন ধরে অভিযান চলছে। বুধবার দুপুরে বকশীগঞ্জ ইউনিয়নের নঈম মিয়ার বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইউএনও আ.স.ম জামশেদ খোন্দকার। এ সময় হোটেল মালিক সোহেল মিয়া (৪০) ও মুদি ব্যবসায়ী শাহজাহান মিয়াকে (৪২) নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহারের অভিযোগে সাত দিনের কারাদন্ড দেওয়া হয়।