দৌলতখানের ৮ বরফ কারখানা বিদু্যৎ বিচ্ছিন্ন

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
দৌলতখান (ভোলা) সংবাদদাতা ইলিশের প্রজননের জন্য ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এসময় সব রকমের মাছ আহরণ, পরিবহণ, মজুদ ও বাজারজাতকরণ নিষেধ করা হয়েছে। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ জানান, ২২ দিন মেঘনায় মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এই ২২ দিনের জন্য দৌলতখান উপজেলার ৮টি বরফ তৈরির কারখানার বিদু্যৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। উপজেলার অতিরিক্ত মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, তাদের অভিযান চলমান রয়েছে। প্রথম দিনে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনায় কোনো জেলেকে নামতে দেখা যায়নি।