ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন, ৫ জেলের দন্ড

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার ভোলা ভোলায় মা-ইলিশরক্ষা অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা-তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে মেঘনা নদীর ভোলার খাল এলাকায় নৌপুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে এদের আটক করা হয়। মঙ্গলবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এদের প্রত্যেক এক বছর করে কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, মো. সিরাজ মাঝি, মো. জাহাঙ্গীর হাওলাদার, মো. দুলাল হাওলাদার, মো. হান্নান মোলস্না ও মো. আব্দুর রহিম। এদের প্রত্যেকের বাড়ি সদর উপজেলার শিবপুর ইউনিয়নে। সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাত ১২টার পর থেকে জেলা মৎস্য কর্মকর্তার নেতৃত্বে উপজেলা মৎস্য বিভাগ ও নৌপুলিশের একটি টিম মেঘনা নদীতে অভিযান চালায়। এ সময় মেঘনা নদীর ভোলার খাল এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ৫ জেলেকে আটক করা হয়। এবং এদের সাথে থাকা প্রায় দুই হাজার মিটার জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পরে এদের প্রত্যেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদন্ড প্রদান করা হয়। এবং জব্দকৃত জাল মেঘনা নদীর তুলাতুলি এলাকায় আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয় ও মাছ বিভিন্ন এতিমখানা এবং গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ প্রধান প্রজনন মৌসুম। এ সময়ে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।