কাউনিয়ায় বজ্রপাতে পুড়ে গেছে ধানখেত

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
কাউনিয়া (রংপুর) সংবাদদাতা রংপুরের কাউনিয়ায় বজ্রপাতে দুই বর্গাচাষির আমন ধানখেতের সব ধানগাছ পুড়ে গেছে। মঙ্গলবার রাতে উপজেলার কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা কৃষি বিভাগ জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চন্ডিপুর গ্রামের বর্গাচাষি আবুল হোসেন ও নুর ইসলামের আমন ধান খেতে বজ্রপাত পড়ে। এতে দুই কৃষকের ২৪ শতাংশ জমির সব ধান গাছ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত বর্গাচাষি আবুল হোসেন বলেন, তার কোনো আবাদি জমি নেই। অন্যের ৩৬ শতাংশ জমি বর্গা নিয়ে ধান চাষ করেছেন। কিন্তু হঠাৎ বজ্রপাতের দাবানলে পুড়ে ছাই হয়ে যায় খেতের সব ধানগাছ।