ফরিদগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা চাঁদপুরের ফরিদগঞ্জে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আট শিক্ষার্থীর মা। মঙ্গলবার দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা বলেন, উপজেলার ১২ নং চরদুঃখিয়া বিরামপুর বাজারের এক ব্যবসায়ীর দোকানে কেনাকাটা করতে আসা নারীরা বিভিন্ন সময় কর্মচারীর অশালীন আচরণের শিকার হন। সম্প্রতি এই রকম আচরণের শিকার হন এক শিক্ষার্থীর মা। বিষয়টি জানতে পেরে গত ১ অক্টোবর সেই শিক্ষার্থী কয়েকজন বন্ধু নিয়ে ওই দোকানে প্রতিবাদ জানাতে গেলে তাদের সাথে দোকান কর্মচারী আব্বাসের কথা কাটাকাটি হয়। পরে আব্বাস শিক্ষার্থীদের দোকানে আটকে রাখে। এ ঘটনায় দোকান মালিক গত বৃহস্পতিবার রাতে দোকান ভাংচুর ও লুটপাটের অভিযোগে ফরিদগঞ্জ থানায় মামলা করেন। মামলায় নেছার আহাম্মেদের ছেলে সালাউদ্দিন মিঠু (২৪), আ. মান্নানের ছেলে নাঈম বেপারী (১৯), হোসেন বেপারীর ছেলে রাকিব (১৯), টিটু বেপারীর ছেলে রিয়াজ (১৭), মনির গাজীর ছেলে মাসুম গাজী (১৮), খোকন বেপারীর ছেলে পবন (১৭), আনিছ গাজীর ছেলে আফসার হোসেন (১৬), শরিফ গাজীর ছেলে জাফরকে (১৭) অভিযুক্ত করা হয়। অভিযুক্তরা সবাই স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের মায়েরা অভিযোগ করেন, মামলার ভয়ে পালিয়ে থাকায় তাদের চার ছেলে চলমান হালনাগাদ ভোটার তালিকার ছবি তুলতে পারেনি এবং কয়েকজন অনার্সে ভর্তি হতে পারছে না। তারা ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে শিক্ষার্থীদের জীবন বিপন্ন হওয়ার হাত থেকে রক্ষা করার দাবি জানান।