যান্ত্রিক পদ্ধতিতে ফসলকাটা প্রদর্শনী

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
দিনাজপুরের বীরগঞ্জে কৃষিতে যান্ত্রিকীকরণে প্রদর্শনী -যাযাদি
বীরগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা কৃষির আধুনিকায়ন ও যান্ত্রিকীকরণের লক্ষে দিনাজপুরের বীরগঞ্জে এসিআই ইয়ানমার কম্বাইন হারভেস্টারে মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এসিআই মটরসের আয়োজনে এবং উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বুধবার বিকালে উপজেলার সাতোর ইউনিয়নের দলুয়া বাজার সংলগ্ন স্থানীয় কৃষক মুজিবুল হকের ধান ক্ষেতে মাঠ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। স্থানীয় কৃষকদের উপস্থিতিতে অনুষ্ঠানে জাপানি প্রযুক্তিতে তৈরি ইয়ানমার কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কেটে দেখানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহজাহান আলী, এসিআই মটরসের রংপুর জোনের প্রধান নাসির উদ্দিন সোহেলসহ স্থানীয় কৃষক মো. মোজাহার হোসেন, হেম চন্দ্র রায়, মো. মহসনি ও মো. গোলাপ প্রমুখ। \হপরে অনুষ্ঠানে যান্ত্রিকীকরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।