সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বর্ধিত সভা দেবিদ্বার (কুমিলস্না) সংবাদদাতা কুমিলস্নার দেবিদ্বার উপজেলায় আ'লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পৌর মিলনায়তনে উপজেলা আ'লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নুল আবেদিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব রাজী মোহাম্মদ ফখরুল, আ'লীগ উপদেষ্টামন্ডলীর সদস্য এ. এফ. এম ফখরুল ইসলাম মুন্সী, জেলা আ'লীগ নেতা রোশন আলী মাস্টার, উপজেলা আ'লীগ সহসভাপতি মো. মোছলেহ উদ্দিন মাস্টার প্রমুখ। আনন্দর্ যালি স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'ভ্যাকসিন হিরো' উপাধিতে ভূষিত হওয়ায় আনন্দর্ যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে জেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতির আযোজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সভাপতি আব্দুল বাসিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিদর্শক নিলুফা ইয়াসমিন, জেলা স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের সভাপতি আরশাদুল ইসলাম, নাসিরনগর উপজেলার সভাপতি ফিরোজ আহম্মদ, সরাইল উপজেলার সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জহির উদ্দিন শিহাব, কসবা উপজেলা সভাপতি জামাল উদ্দিন প্রমুখ। দৃষ্টিশক্তি দিবস কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে থেকে একটির্ যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন হলরুমে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. শহিদুলস্ন্যাহ লিংকনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সদর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, মরিয়ম চক্ষু হাসপাতালের ইনক্লুশন অফিসার অরবিন্দু রায়সহ জিও-এনজিও প্রতিনিধিগণ বক্তব্য রাখেন। সামগ্রী বিতরণ সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার প্রাণসায়র খালপাড় থেকে উচ্ছেদকৃত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর ও পরিধেয় সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকালে সদর উপজেলা ভূমি অফিসে প্রাথমিকভাবে ১৬টি পরিবারে মাঝে ঘর ও ১০০টি পরিবারের মাঝে পরিধেয় সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক এস. এম মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম. এম মাহমুদুর রহমান, ভূমি সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান, কল্যাণ ব্যানার্জি, মমতাজ আহমেদ বাপী প্রমুখ। ভ্যাকসিন প্রদান নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা দিনাজপুরের নবাবগঞ্জে এডিপির অর্থায়নে গবাদি পশুর জন্য বিনামূল্যে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দাউদপুর ইউনিয়নের মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. মো. শাহিদ। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসিরুল ইসলাম, ৭নং দাউদপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুলাহেল আজিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমিন প্রধান উপস্থিত ছিলেন। মেধা পরীক্ষা দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা দিরাইয়ে এমকে ফাউন্ডেশনের আয়োজনে পঞ্চম, অষ্টম ও দশম শ্রেণির শিক্ষার্থীর মেধা বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে ৭৫৫জন শিক্ষার্থীর অংশগ্রহণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জগদল কলেজের অধ্যক্ষ পংকজ কান্তি রায়, দিরাই কলেজের সহকারী অধ্যাপক সন্দিপন দাস, দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, দিরাই প্রেসক্লাব সভাপতি সভাপতি সামছুল ইসলাম সরদার খেজুর প্রমুখ। আলোচনা সভা পঞ্চগড় প্রতিনিধি পঞ্চগড়ে নানা আয়োজনে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দেবশীস দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অব্দুল মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, সিভিল সার্জন নিজাম উদ্দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু হানিফ উপস্থিত ছিলেন। সভায় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে ডিমের গুণাগুণ ও ডিম খাওয়ার উপকারিতা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করা হয়। মেডিকেল ক্যাম্প স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ায় মোহাম্মদ সা'দাৎ আলী খান পন্নী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পে বাক, দৃষ্টি ও মানসিক প্রতিবন্ধীদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেয়া হয়। ফাউন্ডেশনের সদস্য সাজ্জাদ করিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করটিয়া ইউপি চেয়ারম্যান মো. খালেকুজ্জামান চৌধুরী মজনু, প্রয়াত বায়েজিদ খান পন্নীর কন্যা ডা. উম্মতিজান মাখছুমা পন্নী, মুক্তিযোদ্ধা মানব কল্যাণ ফাউনডেশনের যুগ্ম সম্পাদক এসএম শামছুল হুদা প্রমুখ। গান প্রতিযোগিতা শেরপুর প্রতিনিধি শেরপুরে আন্তর্জাতিক শিশু দিবস ও শিশু সপ্তাহ উপলক্ষে গান প্রতিযোগিতা, শিশু সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নমিতা দে। জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আসলাম খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক লুৎফুল কবির, শিশু একাডেমির পরিচালনা পরিষদের সদস্য নাসরিন রহমান প্রমুখ। সম্মাননা প্রদান কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের পক্ষ থেকে গুণিজনকে সম্মাননা প্রদান করা হয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনিল কুমার দেসহ ২৫ জনকে এ সম্মননা প্রদান কার হয়। সংগঠনটির রজতজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা শেখ হাসিনা আদর্শ মহাবিদ্যালয় চত্ব্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বিমল কুষ্ণ বিশ্বাস প্রধান অতিথি থেকে গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। ঢাকাস্থ কান্দি ইউনিয়ন যুব সংঘের সভাপতি তুষার মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, ওসি শেখ লুৎফর রহমান প্রমুখ। গণহত্যা দিবস নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলার খারঘর পাগলা নদীর তীরে অবস্থিত '৭১ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মুক্তিযোদ্ধা আলী আকবর মোলস্নার সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন স্থানীয় এমপি এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াতউদদ্দৌলা, পুলিশ সুপার আনিছুর রহমান, সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মেহেদী হাসান, উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান, ইউএনও মোহাম্মদ মাসুম, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক প্রমুখ। বিদায়ী সংবর্ধনা রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের রাজারহাটে ইউএনও মুহ. রাশেদুল হক প্রধানের পদোন্নতিজনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাব রাজারহাটে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম মন্ডল সাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চাষী আব্দুস ছালাম মাস্টার প্রমুখ। আনন্দ শোভাযাত্রা নওগাঁ প্রতিনিধি নওগাঁয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরো সম্মাননায় ভূষিত হওয়ায় আনন্দ শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার উদ্যোগে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডা. মো. মোমিনুল হক। এ সময় নওগাঁ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কালাম আজাদ, এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। ফ্রি চিকিৎসা ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা নওগাঁর ধামইরহাটে আমাইতাড়া আল-রাজী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির লিমিটেডের আয়োজনে দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেব প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ৯টায় আল-রাজী হেল্‌থ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিট সেন্টারে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়। ডা. মো. নূর আলম মন্ডলের নেতৃত্বে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়। এ কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. মোস্তফা কামাল। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্য মো. আশরাফুল ইসলাম, প্রধান শিক্ষক আব্দুল বারী পলাশ প্রমুখ।