প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বিষ্ণুপুর গ্রামে অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর বিয়ের আয়োজন করেছিল তার পরিবার। খবর পেয়ে উপজেলা প্রশাসন বাল্যবিবাহের হাত থেকে ওই কিশোরীকে রক্ষা করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই কিশোরীর মাকে ১০ হাজার ও বর রুহুল আমীনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার জানান, জন্ম সনদ অনুযায়ী ওই মেয়েটির বয়স ১৭ বছর। বুধবার সন্ধ্যায় তার বিয়ের কথা ছিল। ওই মেয়ের বর ছিলেন একই ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আসাদ মিয়ার ছেলে রুহুল আমীন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।