টঙ্গীতে সড়কের বেহাল দশায় যানবাহন চলাচলে দুর্ভোগ

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা
গাজীপুরের টঙ্গী পূর্ব থানার খানাখন্দে ভরা সড়কটি নিয়ে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে -যাযাদি
গাজীপুর সিটি করপোরেশনের ৫৫নং ওয়ার্ডে মাছিমপুর এলাকায় থানা রোড নামে একটি সড়ক। এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কে কার্পেটিং, ইট, বালু ও খোয়া উঠে গিয়ে বড় বড় গর্তে পরিণত হয়েছে। সড়কের অর্ধেকজুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ। বেহাল এই সড়কে যানবাহন অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। যাত্রী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সরেজমিন দেখা যায়, টঙ্গী পূর্ব থানা গেট থেকে প্রায় আধা কিলোমিটার সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিতে গর্তগুলো তলিয়ে যায়। বোঝার উপায় নেই এটি সড়ক না খাল। এ সড়ক দিয়েই যাতায়াত করে ট্রাক, কাভার্ড ভ্যানসহ ভারী যানবাহন। এমন গুরুত্বপূর্ণ সড়কটিরও বেহাল দশা। এলাকাবাসী জানান, এ সড়কটি গাজীপুরা, আউচপাড়া, হোসেন মার্কেট, হাজী মার্কেট, আলম মার্কেট, বনমালা ও এরশাদনগর এলাকার বাসিন্দাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাসড়ক থেকে অটোরিকশা উঠিয়ে দেওয়ায় সড়কটি ওইসব এলাকার জনগণের স্টেশন রোড হয়ে টঙ্গী বাজার, ঢাকা এবং শহীদ আহসান উলস্নাহ মাস্টার জেনারেল হাসপাতালে যোগাযোগের একমাত্র সহজ সড়ক এটি। এই সড়কে প্রতিদিন হাজার হাজার ছোট-বড় যানবাহন চলাচল করে। নিম্নমানের কাজ করায় এ সড়কে ব্যাপক যানবাহন চলাচলে কার্পেটিং, ইট, বালু ও খোয়া উঠে গিয়ে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে।গাজীপুর সিটি করপোরেশনের ৫৫নং ওয়ার্ড কাউন্সিলর মো. আবুল হাসেম জানান, এই সড়ক নতুন করে করার জন্য টেন্ডার হয়েছে। দ্রম্নত সড়কের কাজ ধরা হবে। তবে কাজ শুরু আগে গর্তগুলো ভরাট করে দেওয়া হবে যাতে জনগণ ও যান চলাচলের সুবিধা হয়।