রাজশাহীতে আ'লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

রাজশাহী অফিস
রাজশাহীতে আওয়ামী লীগের দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে নগরের ২৮ নম্বর ওয়ার্ডে কাজলা ফুলতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- নগরের ২৮ নম্বর ওয়ার্ড (পশ্চিম) স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ফুলতলা এলাকার আসলাম আলীর ছেলে জুবায়ের হাসান জনি (২৬) ও একই এলাকার যুবলীগ কর্মী সিরাজুল ইসলামের ছেলে সুজন (২৮)। এদের মধ্যে জনির ডান পায়ে গুলি চিহ্ন রয়েছে। আর চাপাতির আঘাতে সুজনের বাম হাতের বৃদ্ধাঙ্গল বিছিন্ন হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস বলেন, জনি ও সুজন নামের দুইজন ভর্তি হয়েছেন। এদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে সুজনের একটি আঙুল কেটে গেছে। আর জনির পায়ে আঘাত কিসের সেটি পরীক্ষার পর বলতে পারব। রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান হাফিজ বলেন, ফুলতলা এলাকায় ড্রেজার বিরোধের জের ধরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুইজন আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতরা দাবি করছে, সেখানে গুলি চালানো হয়েছে। তবে সেটি নিশ্চিত হওয়া যাবে তদন্তের পর।