টাঙ্গাইলে ব্রিজের অ্যাপ্রোচ ধসে যান চলাচল বন্ধ

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইল-তোরাপগঞ্জ আঞ্চলিক সড়কে সদর উপজেলার চারাবাড়ি এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত ব্রিজের অ্যাপ্রোচ ধসে বৃহস্পতিবার সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে চরাঞ্চলের মাহমুদ নগর, কাতুলী ও হুগড়া ইউনিয়নের লাখো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বৃহস্পতিবার ভোরে বৃষ্টির কারণে ব্রিজটির পূর্ব পাশের মাটি সরে অ্যাপ্রোচ ধসে যায়। ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কাতুলী ইউপি চেয়ারম্যান মো. ইকবাল হোসেন মিয়া জানান, স্থানীয় প্রভাবশালীরা বাংলা ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় এতদিন ঝুঁকি নিয়ে ব্রিজের ওপর দিয়ে যানবাহন চলাচল করেছে। টাঙ্গাইল সদর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফারুক হোসেন বলেন, বৃষ্টি কমলে অস্থায়ী ভিত্তিতে চলাচলের ব্যবস্থা করা হবে। বাজেট বরাদ্দ আছে, নদীর পানি কমলে স্থায়ীভাবে অ্যাপ্রোচ নির্মাণ করা হবে