আড়াই যুগেও শেষ হয়নি স্স্নুইস গেটের নির্মাণ কাজ

প্রকাশ | ১২ অক্টোবর ২০১৯, ০০:০০

মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের গোভনীয় ছড়ায় দীর্ঘ ৩০ বছরে শেষ হয়নি স্স্নুইস গেটের নির্মাণ কাজ। দীর্ঘদিন পরও এই স্স্নুইস গেটের নির্মাণ কাজ শেষ না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। স্থানীয়রা জানান, এই স্স্নুইস গেটটি কার্যকর থাকলে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের পানি নিয়ন্ত্রণ করে নিম্নাঞ্চলের ফসল রক্ষা করা যেত এবং শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে সে পানি কৃষি কাজে ব্যবহার করা যেত। বর্তমানে স্স্নুইস গেটটি কার্যকর না থাকায় বর্ষা মৌসুমে গোভনীয় ছড়ার উপর দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি ঢলের অনিয়ন্ত্রিত পানির কারণে নিম্নাঞ্চলে মিরসরাই পৌরসভার কয়েকটি ওয়ার্ডসহ আরো কয়েকটি এলাকা প্রতি বছরই পস্নাবিত হয়। এতে সংশ্লিষ্ট এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হয় এবং জনদুর্ভোগ চরমে উঠে। এই ব্যাপারে খৈয়াছড়া উইনিয়নের ৩নং ওয়ার্ডের (উত্তর আমবাড়িয়া) ইউপি সদস্য নাছির উদ্দীন নিজামী যায়যায়দিনকে জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে গোভনীয়া ছড়ার অনিয়ন্ত্রিত পানি গোভনীয়া, ফেনাফুনি, উত্তর আমবাড়িয়া, দক্ষিণ আমবাড়িয়াসহ মিরসরাই পৌরসভার কয়েকটি ওয়ার্ড বন্যায় পস্নাবিত হওয়ার অন্যতম কারণ। এ বিষয়ে চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের সাব ডিভিশনাল প্রকৌশলী আবুল কাশেম ফজজুল হক যায়যায়দিনকে জানান, গোভনীয়া ছড়ায় আগের স্স্নুইস গেটটি পুনঃনির্মাণের পরিকল্পনা নেই। তবে, ওই ছড়ার সুবিধাজনক স্থানে মহামায়া প্রকল্পের আদলে পানি সংরক্ষণের ব্যবস্থা করা যায় কিনা তার সম্ভাব্যতা যাচাইয়ের জন্য ইতিমধ্যে ঢাকা থেকে দুটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এসে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে গেছেন। \হবিষয়টি এখনো প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।