রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা দিন:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর চারঘাটে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী -যাযাদি
চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার অবিরাম কাজ করে যাচ্ছে উলেস্নখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, 'উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে যাতে রোগীরা এসে সঠিক সেবা পান, সেদিকে আরও নজর দিতে হবে। কর্মস্থলে যাতে সব চিকিৎসক উপস্থিত থাকেন, সেদিকে দৃষ্টি দিতে হবে। সেবা খাতকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিতে সঠিক ব্যবস্থাপনা ও উন্নত নেতৃত্বও অত্যন্ত গুরুত্বপূর্ণ।' শনিবার বিকালে রাজশাহীর চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের অডিটরিয়ামে 'তৃণমূল জনগোষ্ঠীর স্বাস্থ্য ও চিকিৎসা' বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শাহরিয়ার আলম বলেন, রোগীদের ব্যথাকে অনুভব করে সেবা দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যখাত অনেক দূর এগিয়ে গেছে। মেডিকেল কলেজসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। চিকিৎসক সমাজের আরও উজ্জ্বল ভাবমূর্তি গড়ে তুলতে রোগীদের আন্তরিকতার সঙ্গে সেবা দিতে এবং সংশ্লিষ্ট সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. আফসানা আলমগীর খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হক, পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন, মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু, ইউপি চেয়ারম্যান শওকত আলী, শফিউল আলম, চারঘাট প্রেসক্লাবের সভাপতি এস এম মোজাম্মেল হক প্রমুখ।