দেলদুয়ারের গড়াসিন সড়ক নদীগর্ভে বিলীন

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের গড়াসিন এলেংজানি নদীর ভাঙনের ফলে গড়াসিন-নালস্নাপাড়া সড়কটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। জানা গেছে, কয়েক মাস আগে এলেংজানি নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে সড়কটি ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, গড়াসিন মুন্সিপাড়া গ্রামে ভেঙে যাওয়া সড়কটিতে বাঁশের সাঁকো দিয়ে মানুষ চলাচল করছে। এতে ভারী কোনো যানবাহন চলাচল করতে পারছে না। গড়াসিন দক্ষিণপাড়া গ্রামের চটপটি বিক্রেতা জাহেদুল ইসলাম বলেন, সড়কটি নদীতে বিলীন হওয়ায় গড়াসিন গ্রামের মানুষের চলাচল করা খুবই কষ্ট হয়ে পড়েছে। আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলাম মলিস্নক বলেন, সড়কটির প্রায় ৫০০ মিটার বেঁধে দেয়া ও নদীতে বেড়িবাঁধের জন্য মিটিংয়ের রেজুলেশনসহ আবেদন করা হয়েছে।