সমিতির বিধান বাতিলের দাবিতে প্রতিবাদ সভা

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৯, ০০:০০

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা
সমবায় সমিতি বিধিমালা-২০০৪(২১) বিধিতে উলিস্নখিত প্রতিনিধির মাধ্যমে প্রাথমিক সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠানের বিধানটি সম্পূর্ণরূপে বাতিল এবং সমবায় সমিতির নিট লাভের ওপর ১৫% ট্যাক্স প্রদানের বিধানটি বাতিলের দাবিতে গাজীপুরের কালীগঞ্জে ক্রেডিট ইউনিয়নের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মঠবাড়ী খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের স্বর্গীয় আগষ্টিন ছেড়াও স্মৃতি অডিটোরিয়ামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ওই সমিতির চেয়ারম্যান সঞ্চয় ডমিনিক রোজারিও। ভাইস-চেয়ারম্যান রঞ্জন রবার্ট পেরেরার পরিচালনায় উপজেলার বিভিন্ন সমিতির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- সুমন লরেন্স রোজারিও, শর্মিলা রোজারিও, প্রবীণ ডমিনিক কস্তা, রনেল গমেজ, তপন বেঞ্জামিন রোজারিও প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বিধিমালা-২০০৪(২১) এর দুটি বিধি বাতিলের জোর দাবি জানান।