বিশ্ব খাদ্য দিবস পালিত

প্রকাশ | ১৭ অক্টোবর ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
বাগেরহাটে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে খাদ্য অধিকার বাংলাদেশ মানববন্ধন করে -যাযাদি
'কর্মই আমাদের ভবিষ্যৎ, পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্ক্ষিত ক্ষুদামুক্ত পৃথিবী'- এ প্রতিপাদ্য নিয়ে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার বিভিন্ন স্থানের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর : ঝিনাইদহ :র্ যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, কুষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার হাফিজুর রহমান, খাদ্য কর্মকর্তা হাসান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পলাশ (নরসিংদী) : পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউলস্নাহ সরকার, উপজেলা কৃষি অফিসার মো. আমিরুল ইসলাম, খাদ্য অফিসার সেলিম আহমেদ ও শিবপুর কৃষি গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা আরিফুল হক টুটুল প্রমুখ। নাটোর : অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালেক্টরেট ভবন চত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা বেলাল হোসেন, দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, রবিয়াহ নূরসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা। পোরশা (নওগাঁ) : ইউএনও নাজমুল হামিদ রেজার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মাহফুজ আলম। শেরপুর (বগুড়া) : উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ মজিবর রহমান মজনু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আমির হামজা, ভেটেরিনারি সার্জন ডা. মো. যুব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র ঘোষ। বাগেরহাট : জেলা খাদ্য অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি ভয়েস অব সাউথের নির্বাহী প্রধান মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় খাদ্য অধিকার বিষয়ে বক্তব্য রাখেন বাগেরহাট পৌর সভার নারী কাউন্সিলর তানিয়া খাতুন, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মুখার্জি রবীন্দ্র নাথ রায়, সংবাদকর্মী আজাদুল হক। তাড়াশ ( সিরাজগঞ্জ ) : কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার লুনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. মনিরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইসচেয়ারম্যান আনোয়ার হোসেন খান। চারঘাট (রাজশাহী) : উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফকরুল ইসলাম। টাঙ্গাইল : খাদ্য অধিকার বাংলাদেশ টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরানী প্রামাণিক। সাতক্ষীরা : জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দ বিশ্বাস ও উপজেলা কৃষি অফিসার আমজাদ হেসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ আসাদুজ্জামান বাবু, ভাইস চেয়ারম্যান এসএম মারুফ তানভীর হুসাইন সুজন। ফুলবাড়ী (দিনাজপুর) : আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামিম আশরাফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুস সালাম চৌধুরী। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মওলা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুম্মান আক্তার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী প্রজেক্ট কর্মকর্তা প্রদীপ কুমার প্রমুখ।