বিএনপি-জামায়াত সরকার কৃষকদের সার দিতে পারেনি রেলমন্ত্রী সুজন

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর এলাকায় কৃষক-কৃষাণী সমাবেশে বক্তব্য রাখেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন -যাযাদি
রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার উচ্চমূল্য দিয়েও কৃষকদের প্রয়োজনীয় সার দিতে পানেনি। বর্তমান সরকারের আমলে সারের কোনো অভাব হয়নি। কৃষিতে ভর্তুকি, কমমূল্যে বীজ-সার ও কৃষি সরঞ্জামাদি সরবরাহ করে কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। বৃহস্পতিবার পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর এলাকার কালীস্থান গ্রামে এক কৃষক-কৃষাণী সমাবেশে তিনি এসব কথা বলেন। দেবীগঞ্জ ইউএনও প্রত্যয় হাসানের সভাপতিত্বে কৃষাণী সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন পঞ্চগড় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হানিফ। , আওয়ামী লীগ নেতা আসম নুরুজ্জামান, হাসনাৎজ্জামান চৌধুরী জর্জ, কৃষকলীগ নেতা গোলাম রহমান সরকার, জাকিরুল ইসলাম সুইডেন ও কৃষক জাকির হোসেন প্রমুখ।