আর্থিক সংকটে আটকে আছে নিপুর চিকিৎসক হওয়ার স্বপ্ন

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
নিপু বিশ্বাস
স্টাফ রিপোর্টার, যশোর যশোর সদরের কনেজপুর গ্রামে রণজিৎ বিশ্বাসের ছেলে নিপু বিশ্বাস এ বছর এইচএসসি পরীক্ষায় যশোর সরকারি এমএম কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। চিকিৎসক হওয়ার ব্রত নিয়ে ভর্তি পরীক্ষা দেন মেডিকেলে। খুলনা মেডিকেল কলেজের মেধাতালিকার তার নামও এসেছে উপরের দিকেই। কিন্তু আর্থিক সংকটের চরম বাস্তবতায় থমকে আছে তার চিকিৎসক হওয়ার স্বপ্ন। ঋষি পরিবারের সন্তান নিপু বিশ্বাসের বাবা রণজিৎ বিশ্বাস বাঁশের ঝুড়ি তৈরি করে সংসার চালান। প্রতিদিন তার আয় মাত্র ২০০-৩০০ টাকা। এই আয়ে পরিবারের ৪ জনের সংসার কোনো রকম চলে। নিপুর বাবা রণজিৎ বিশ্বাস বলেন, ছেলে মেডিকেলে সুযোগ পাওয়ায় তিনি খুশি। কিন্তু আর্থিক অনটনের সংসার। অনেক কষ্টে ছেলেকে এতদূর এনেছেন। মেডিকেলে ভর্তিসহ আনুষঙ্গিক ব্যয় বহনের মতো সঙ্গতি তার নেই। তাই কিভাবে ছেলে ভর্তির টাকার জোগান হবে, সেটা নিয়ে দুশ্চিন্তায় তিনি। নিপুর মা সাগরিকা বিশ্বাস বলেন, ভিটেমাটি ছাড়া তাদের কোনো জমি নেই। স্বামী বাঁশের ঝুড়ি বুনে বাজারে বিক্রি করে যা আয় করেন, তা দিয়ে কোনো রকম সংসার চালান। এখন নিপু কিভাবে ডাক্তারি পড়বে, তা তারা ভাবতে পারছেন না। সমাজের বিত্তবানদের সহায়তা ছাড়া অদম্য মেধাবী নিপুর ডাক্তারি ভর্তি অসম্ভব বলে জানান তার মা-বাবা। নিপু এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল। যশোর সদরের ডাকাতিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ওই পরীক্ষায় ১২০০ নম্বরের মধ্যে নিপু পেয়েছিল ১১৭৫ নম্বর।