ভাতা বন্ধের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা বন্ধের প্রতিবাদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনের সড়কে ভুক্তভোগী মুক্তিযোদ্ধারা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অনতিবিলম্বে তাদের ভাতা চালু করাসহ ২০১৭ সালের যাচাই বাছাই কমিটির তালিকা প্রকাশ, নতুন করে অনলাইনে যাচাই-বাছাইয়ের গেজেট প্রকাশ এবং জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) আপিলকৃতদের অবিলম্বে যাচাই-বাছাইয়ের মাধ্যমে বিতর্কিতদের বাদ দিয়ে তালিকা প্রকাশের দাবি জানানো হয়। মানববন্ধনে অংশ নেন গোপালগঞ্জ সদর উপজেলার মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, মোহাম্মদ আলী মোলস্না, মো. মোহর আলী, হাবিবুলস্নাহ মোলস্না, লুৎফর রহমান খান, মাবিয়া বেগম, মোহর আলী প্রমুখ। , চন্দ্র দিঘলিয়ার সাহাদত হোসেন প্রমুখ। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর টাকা নেয়ার কথা অস্বীকার করে বলেছেন, কোনো মুক্তিযোদ্ধাকে তালিকা থেকে বাদ দেয়া হয়নি।