সরাইলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল ও সরাইল সদর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা প্রিয়াংকার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দুই বাজারে দুজনের কাছ থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। নাসিরনগর উপজেলার বড়নগর গ্রামের আ. রহমানের ছেলে আ. রাজ্জাককে অবৈধভাবে কারেন্ট জাল বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার কাছে থাকা ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া সরাইল উপজেলা সদর ইউনিয়নের ব্যাপারী পাড়ার তোতা মিয়ার ছেলে আজফান আলীকে জেলিযুক্ত চিংড়ি মাছ বিক্রির অপরাধে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ১ কেজি ৬ গ্রাম চিংড়ি মাছ জব্দ করা হয়েছে।