ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব -যাযাদি
ঠাকুরগাঁওয়ের উৎসাহী মাছ শিকারিরা বছরজুড়ে অপেক্ষা করেন দিনটির জন্য। এ যেন জলকাদায় মাখামাখি এক প্রাণের মেলা। শনিবার সকালে সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের শুক নদীর ওপর নির্মিত বুড়ির বাঁধ এলাকায় দেখা যায়, অসংখ্য মানুষ মাছ ধরতে ব্যস্ত। কারও হাতে পলো, কারও হাতে চাবিজাল, খেয়াজাল, টানাজাল বা ছেঁকাজাল। যাদের মাছ ধরার সরঞ্জাম নেই, তারাও খালি হাত দিয়েই কাদার মধ্যে মাছ খুঁজছেন। নদীর পাড়ে হাজারো মানুষ ভিড় জমিয়েছে মাছ ধরা দেখতে। ১৯৮০ সালের দিকে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষি জমির সেচ সুবিধার জন্য সদর উপজেলার আকচা ও চিলারং ইউনিয়নের মাঝামাঝি এলাকায় শুক নদীর উপর একটি জলকপাট নির্মাণ করা হয়। জলকপাটে আটকে থাকা পানিতে প্রতিবছর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। শীতের শুরুতে বাঁধের পানি ছেড়ে দেয়ার পর মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এভাবেই প্রতি বছর চলে বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব। সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাহাবুদ্দিন বলেন, উৎসবের কথা শুনে শুক্রবার রাতে চলে এসেছেন। পুঁটি, গুঁড়া, রুইসহ বিভিন্ন জাতের মাছ জালে আটকা পড়তে দেখেছি। আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণ জানান, উৎসবকে কেন্দ্র করে প্রতিবছরের মতো এবারও মানুষের ঢল নেমেছে। এখানে কেউ মাছ ধরতে আসেন, কেউ আসেন কম দামে মাছ কিনতে।