মাদকমুক্ত সমাজ গড়তে খেলতে হবে :খাদ্যমন্ত্রী

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

নওগাঁ প্রতিনিধি
যুবকরা সময় নষ্ট না করে টেনিস ক্লাবের দিকে ধাবিত হয়ে জীবন গড়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। যুবকের উদ্দেশে তিনি বলেন, অলস থাকায় যুব সমাজ দিন দিন বিপথে ধাবিত হচ্ছে। অবসরে যুবকরা টেনিস ক্লাবে গিয়ে নিজেকে গড়তে পারে। এমনকি দেশ গড়ার কাজেও তারা ভূমিকা রাখতে পারে। মাদকমুক্ত সমাজ গড়তে যুবকদের বিনোদনের জন্য খেলতে হবে। শুক্রবার সন্ধ্যা ৭টায় ৩ দিনব্যাপী নওগাঁ টেনিস ক্লাবের আয়োজেন 'জেলা প্রশাসক গোল্ডকার্প টেনিস টুর্নামেন্ট' উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নওগাঁ টেনিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক হারুন-অর-রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদসদস্য শহীদুজ্জামান সরকার, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ প্রমুখ। , অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান প্রমুখ।