পাথরঘাটায় ছাত্রলীগের পাল্টাপাল্টি অবস্থান

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৯, ০০:০০

পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা
বরগুনার পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মো. এনামুল হোসাইনকে স্বপদে বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে তার অনুসারীরা। শনিবার দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সব কর্মসূচি পালিত হয়। কর্মসূচিকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে সকাল থেকেই পাথরঘাটায় উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার এনামুলকে অনুপ্রেবশকারী উলেস্নখ করে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। এদিকে এনামুলের সমর্থকদের প্রতিহত করতে উপজেলা আ'লীগ কার্যালয়ে অবস্থান নেয় ছাত্রলীগের অপর অংশের নেতাকর্মীরা। সরকার দলীয় ছাত্র সংগঠনের এমন মুখোমুখি অবস্থানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হয়। এ সময় তিনজনকে আটক করে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এনামুল হোসাইন নিজেকে নির্দোষ দাবী করে বলেন, তিনি ষড়যন্ত্রেরর শিকার। প্রতিপক্ষের নেতারা তার নেতাকর্মীদের শহরে প্রবেশ করতে দেয়নি। তার সমর্থকদের মারধর করে অন্তত ১৫ জনকে আহত করা হয়েছে। ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান নাইম বলেন, পুলিশের লাঠিচার্জে ছাত্রলীগের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমান সোহাগ বলেন, এনামুল তার পদ ফেরত পেতে কেন্দ্রে আপিল করতে পারেন। কিন্তু তিনি তা না করে পাথরঘাটায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছেন। পাথরঘাটা থানার ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।