বাগেরহাটে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন

লামা, পেকুয়া. উখিয়া শ্রীবরদী ও সুবর্ণচরে পাঁচ লাশ উদ্ধার

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্বদেশ ডেস্ক বাগেরহাটে মাদকাসক্ত ছেলের হাতে মা খুন হয়েছেন। অন্যদিকে বান্দরবানের লামা, কক্সবাজারের পেকুয়া, শেরপুরের শ্রীবরদী, নোয়াখালীর সুবর্ণচর, কক্সবাজারের উখিয়ায় পাঁচ লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর : বাগেরহাট : বাগেরহাট শহরে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা খুন হয়েছেন। রবিবার সকাল ৮টার দিকে বাগেরহাট পৌর শহরের বাসাবাটি নাগের পুকুর এলাকায় এ ঘটনাটি হয়েছে। শহর পুলিশ ঘাতক ছেলে রাসেল ওরফে শুকুরকে (৩৬) গ্রেফতার করেছে। বাগেরহাট মডেল থানা পুলিশ নিহত মা রাবেয়া মলিস্নকের (৫৮) লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। মডেল থানার ওসি (তদন্ত) পান্নু মিয়া জানান, শহরের বাসাবাটি নাগের পুকুর এলাকার শাহাজান মোলস্নার স্ত্রী রাবেয়া মলিস্নককে তার ছেলে রাসেল মোলস্না রবিবার সকালে ছুরিকাঘাতে হত্যা করে। এ খবর পেয়ে টিএসআই আজাদ তাৎক্ষণিক অভিযান করে ঘাতক রাসেলকে গ্রেফতার করতে সক্ষম হয়। রাসেল কয়েকদিন আগে মাদক মামলায় গ্রেফতার হয়ে জেল থেকে জামিনে মুক্তি পেয়েছে। লামা (বান্দরবান) : বান্দরবানের লামা উপজেলার সদর ইউনিয়নে গোলাপী বেগম (৪৮) নামে ৬ সন্তানের জননীকে গলাকেটে করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে শয়নকক্ষে এ ঘটনা ঘটে। তিনি সদর ইউনিয়নের চিউনী খাল পাড়ার মো. শাহজাহানের স্ত্রী। খুনের ঘটনার খবর পেয়ে সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা। তিনি খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়ায় অপহরণের পর মুক্তিপণ না পেয়ে মুহাম্মদ আরফাত নামের এক মাদরাসা ছাত্রকে হত্যা করা হয়েছে। শনিবার রাত ৯টার দিকে মগনামা ইউপির মগঘোনা এলাকার ফসলি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে নিজ এলাকা থেকে অপহরণের শিকার হয় আরাফাত। সে পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউপির কাদিমাকাটা গ্রামের ওমান প্রবাসী রুহুল কাদেরের ছেলে ও বারাইয়াকাটা নুরানী মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র। অপহরণের অভিযোগ পাওয়ার পরপর শুক্রবার অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন- মগনামা মিয়াজীপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. মানিক ও একই ইউপির দরদরীঘোনা গ্রামের আবু তাহেরের ছেলে রায়হান। আটক রায়হান নিহত আরাফাতের আপন খালাতো ভাই। পেকুয়া থানার পুলিশ পরিদর্শক কামরুল আজম জানান, মুক্তিপণের দাবিতে শিশু আরাফাতকে হত্যা করা হয়েছে। মগনামা মগঘোনার ধানি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে গলা টিপে হত্যা করে জমিতে ফেলে রাখে অপহরণকারীরা। অপহরণের দিন রাতের যে কোনো সময়ে তাকে হত্যা করা হয়। শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে রেজাউল করিম রাজু (৫০) নামে এক মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের দিগদারি গ্রামের ধান ক্ষেতের পাশে পরিত্যক্ত স্থান থেকে এ লাশ উদ্ধার করে। নিহত রাজু আহমেদ পার্শ্ববর্তী গড়খোলা গ্রামের মৃত মোনায়েম সওদাগর ওরফে লিচু সওদাগরের ছেলে। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ময়না তদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। সুবর্ণচর (নোয়াখালী) : নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাত (২৪) এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে ২নং ওয়ার্ড চরতরাব আলী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চরতরাব আলী গ্রামের ওই ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় পচা গন্ধ পায় স্থানীয়রা। পরে তারা ডোবার কাছে গিয়ে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, লাশটি গলে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, লাশটি গলে যাওয়ায় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশ ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উখিয়া (কক্সবাজার) : কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি নামক স্থান থেকে অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার স্থানীয় লোকজন লাশটি দেখে পুলিশকে খবর দিলে হিমছড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে সকাল সাড়ে ৮টার দিকে লাশটি উদ্ধার করে। বিষয়টি সহকারি পুলিশ সুপার (উখিয়া সার্কেল) তাহিয়া আদনান সত্যতা নিশ্চিত করেছেন। হিমছড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর জানান, রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমতলীর ছড়াভাঙ্গা এলাকায় মেরিন ড্রাইভ রোডের পূর্বপার্শ্ব হতে অজ্ঞাত ব্যক্তির এই লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের বুকে ও পেটে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, লাশটির বয়স অনুমানিক ৩৫ বছর থেকে ৪০ বছর হতে পারে। উলেস্নখ্য, গত শনিবার ১৯ অক্টোবর আরও একজন গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের লাশ উখিয়া ইনানী ইমামের ডেইল এলাকার মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়।