১১ দিনেও সহায়তা পায়নি ১৮০০ জেলে পরিবার

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা বরিশালের বাবুগঞ্জে মা ইলিশ রক্ষা অভিযানের ২২ দিনের ১১ দিন শেষ হলেও জেলে কার্ডের চাল পায়নি ১ হাজার ৮০০ কার্ডধারী জেলে পরিবার। অভিযানের শুরুতে প্রতি পরিবার ২০ কেজি করে চাল পাওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গাফিলতির কারণে সরকারি সহায়তা থেকে বঞ্চিত জেলেরা। ফলে পেটের দায়ে কতিপয় জেলে জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ইলিশ শিকারে যাচ্ছে বলে জানা গেছে। উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে রহমতপুর, মাধবপাশা, চাঁদপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় ডিও নিলেও খাদ্যগুদাম থেকে চাল ছাড় করাননি।