ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
চরফ্যাশন (ভোলা) সংবাদদাতা চরফ্যাসনের চরমাদ্রাজ ইউনিয়নের চরআফজাল গ্রামে এক মাদ্রাসা ছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও মো. রুহুল আমিন। শুক্রবার রাতে ওই গ্রামের মনির বেপারীর মাদ্রাসা পড়ুয়া কন্যা তানিয়াকে একই গ্রামের আব্দুর রহিমের ছেলে মাসুদের সঙ্গে বিয়ে দেয়া হচ্ছে এমন সংবাদে থানা পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। ঘটনাস্থলে গিয়ে কনে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ১৮ বছর না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবে না মর্মে মা বিলকিছ বেগমের অঙ্গীকার নেন তিনি। এ সময় সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক জমাদার, ইউনিয়ন যুবলীগ সভাপতি হারুন কিবরিয়াসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।