কৃষি জমিতে কোনো প্রকল্প না করার সিদ্ধান্ত

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
খুলনা অফিস কোনো অবস্থাতেই কৃষিজমি ব্যবহার করে কোনো উন্নয়ন প্রকল্প গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটি। জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় রোববার এ সিদ্ধান্ত নেয়া হয়। সভাপতি তার বক্তৃতায় বলেন, কৃষি জমিতে কোনো কারণে যদি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে মন্ত্রিপরিষদের অনুমতি সাপেক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে জমির খাত পরিবর্তন করতে হবে। এ সময় তিনি আগামী চার মাসের মধ্যে খুলনার সকল উপজেলার ভূমি ব্যবহারের মাস্টারপস্নান প্রস্তুত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আছাদুজ্জামান প্রমুখ।