ধারের টাকায় ঢাকা মেডিকেলে ভর্তি হলো মেহেদি

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, যশোর ধারের টাকায় ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হলো মেহেদি হাসান। সোমবার শুরু হওয়া ভর্তি কার্যক্রমের প্রথম দিনই ভর্তি হতে বাবাকে নিয়ে ঢাকায় যায় মেহেদি। প্রতিবেশীদের কাছ থেকে ধার করে ভর্তি হলেও পরবর্তী সময়ে মেডিকেলে লেখাপড়ার খরচ নিয়ে উদ্বিগ্ন মেহেদির পরিবার। মেহেদি চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজে মেধা তালিকায় ১৫তম স্থান অধিকার করে। সে যশোরের মণিরামপুর উপজেলার হুরগাতি গ্রামের আব্দুর রহিমের ছেলে। মেহেদির মা রাবেয়া বেগম জানান, প্রতিবেশী তিনজনের কাছ থেকে ধার করা ১২ হাজার টাকা নিয়ে রোববার রাতে বাবার সঙ্গে ভর্তি হতে ঢাকা গেছে মেহেদি। মেহেদির বাবার উপার্জনে কোনোরকমে তাদের সংসার চলে। মেহেদির চাচা আব্দুর রশিদ বলেন, গ্রামের রাস্তার মোড়ে সার-কীটনাশকের ক্ষুদ্র ব্যবসায়ী আব্দুর রহিম। তার একার রোজগারেই সংসার খরচ ও সন্তানদের লেখাপড়া চলে। পরিবারের সদস্যরা জানান, বাবা-মায়ের ইচ্ছা ছিল মেহেদি বড় হয়ে ডাক্তার হয়ে মানুষের সেবা করবে। এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পাওয়া মেহেদি মেডিকেলে ভর্তির প্রস্তুতি নিতে দিন-রাত পড়া-লেখা করতে থাকে। ভবিষ্যতে নির্বিঘ্নে পড়ালেখা চালিয়ে বড় ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায় মেহেদি। এজন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছে সে। মেহেদির বাবা আব্দুর রহিম জানিয়েছেন, সোমবার ১০ হাজার ২০০ টাকা জমা দিয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে মেহেদি। ছেলের জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।