২০ শিক্ষকের কাছে চাঁদা দাবি

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ২০ জন শিক্ষকের কাছে বিপস্নবী কমিউনিস্ট পার্টি এমএল (জনযুদ্ধ) পরিচয়ে চাঁদা দাবি করা হয়েছে। চাঁদার টাকা না দিলে তাদের হত্যার হুমকি দেওয়া হয়েছে। সোমবার কলেজ চলাকালে এসব শিক্ষকের কাছে মোবাইল ফোনের মাধ্যমে এই চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় আতঙ্কে আছেন এসব শিক্ষক ও তাদের পরিবারের সদস্যরা। জানা গেছে, সোমবার কলেজ চলাকালে ০১৯০২-৪১৫৬৮১ নম্বর মোবাইল থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদার্থবিজ্ঞানের শিক্ষক আকবর আহম্মদ, ইতিহাসের শিক্ষক মো. কবির হোসেন, হিসাব বিজ্ঞানের শিক্ষক কাজী সোহেল রানাসহ ২০ শিক্ষকের কাছে জনযুদ্ধের পরিচয়ে চাঁদা দাবি করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন বলেন, বিষয়টি শিক্ষকদের মাধ্যমে অবগত হয়েছেন। তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।