ফুুলবাড়ীতে কুয়াশাচ্ছন্ন জনপদ

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা আসন্ন শীত মৌসুমের আরও দুই-এক মাস বাকি থাকলেও দেশের উত্তারাঞ্চলের ভারত সীমান্ত ঘেঁষা কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার জনপদে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত মৃদু কুয়াশা বিরাজ করছে। বেশ কয়েক সপ্তাহ ধরে এখানে এরূপ আবহাওয়া বিরাজ করায় এটি শীতের আগমনী বার্তা বলেই ধারণা করেন এলাকাবাসী। এর মধ্যে সোমবারের ভোর থেকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করায় কুড়িগ্রামের জনপদে এদিনটি পূর্ণাঙ্গ শীত মৌসুমের মতো দেখা যায়। কুড়িগ্রাম রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, রংপুর বিভাগীয় এলাকায় গত দুইদিন আগে হালকা-মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস ছিল। বৃষ্টি না হওয়ায় রংপুর বিভাগের কুড়িগ্রাম জনপদে সোমবার মেঘাচ্ছন্ন ও কুয়াশাচ্ছন্ন আবাহাওয়া বিরাজ করছে। এতে তাপমাত্রা মিনিমাম ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হলেই এই আবহওয়া কেটে যাবে।