সেতু নিমার্ণ অনুমোদন সীমান্তবতীর্ তিন ইউনিয়নে আনন্দ

প্রকাশ | ১০ আগস্ট ২০১৮, ০০:০০

কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর নামক স্থানে ‘রাজাপুর সেতু’র নিমার্ণ কাজ প্রকল্প জাতীয় অথৈর্নতিক পরিষদের নিবার্হী কমিটির (একনেক) সভায় অনুমোদন হয়েছে। মনু নদীর উপর এ সিতুটি নিমির্ত হলে সীমান্তবতীর্ শরীফপুর ও হাজিপুর ইউনিয়নের সাথে রবিরবাজার হয়ে উপজেলা সদরে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে। এদিকে সেতু নিমাের্ণর প্রকল্প অনুমোদন হয়েছে এমন খবর ছড়িয়ে পড়লে হাজিপুর, শরীফপুর ও পৃথিমপাশা ইউনিয়নের সবর্স্তরের মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। সীমান্তবতীর্ দক্ষিণাঞ্চলবাসীর দীঘির্দনের এ দাবি পূরণ হওয়ায় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় এমপি মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জানা যায়, গত মঙ্গলবার একনেকের সভায় দেশের অন্যান্য ১১টি প্রকল্পের সাথে কুলাউড়া উপজেলার পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর সড়কের ১৪তম কিলোমিটারে পিসি সেতু নিমার্ণ ও ৭.৫ কিলোমিটার সংযোগ সড়ক নিমার্ণ প্রকল্প অনুমোদন দেয়া হয়।