লাউয়াছড়ায় বনরুই অবমুক্ত

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৯, ০০:০০

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে উদ্ধার করা একটি বনরুই মৌলভীবাজারের শ্রীমঙ্গল লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকীছড়ায় অবমুক্ত করা হয়েছে। সোমবার দুপুরে বিপন্ন বনরুইটি অবমুক্ত করা হয়। জানা গেছে, গত ৩১ অক্টোবর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার সীমান্তবর্তী এলাকা থেকে বনরুইটি উদ্ধার করা হয়। বনরুইটি অবমুক্তকালে উপস্থিত ছিলেন- বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন, ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের (ঢাকা) ওয়াইল্ড লাইফ স্কাউট সঞ্জয় বন্দ ও ল্যাব টেকনিশিয়ান কামরুল ইসলাম, ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার খোকন তৌনুজাম, সোহেল শ্যাম প্রমুখ। রেঞ্জ কর্মকর্তা মোনায়েম হোসেন জানান, প্রায়ই তারা উদ্ধার হওয়া বনরুইকে লাউয়াছড়ায় অবমুক্ত করেন।