ঠুঁটো দুই হাতের মধ্যেই কলম ঘুরছে কারিমার

প্রকাশ | ০৬ নভেম্বর ২০১৯, ০০:০০

তানোর (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর তানোরে জেএসসি পরীক্ষা দিচ্ছেন কারিমা -যাযাদি
শারীরিক উচ্চতা তার মাত্র আড়াই ফিট। দুই হাত ও দুই পায়ের আঙুল হাত-পা এর সাথে লাগানো। ঠুঁটো পায়ের কারণে হাটতে পারে না। আর আঙ্গুল না থাকায় হাত দিয়ে খেতেও পারেনা। কিন্তু তাতে কী। ইচ্ছা আর মনে শক্তি যর্থেষ্ট। তার শারীরিক প্রতিবন্ধিতা তাকে দমিয়ে রাখতে পারেনি। পড়ালেখার প্রবল আগ্রহে তার দুই ঠুঁটো হাত দিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন শারীরিক প্রতিবন্ধি কারিমা। চলতি জেএসসি পরীক্ষা তিনি ঠুঁটো দুই হাতে কলম ধরে লিখছেন। কারিমা চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। চলতি জেএসসি পরীক্ষায় তানোর উপজেলার মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভেনু শাখা কেন্দ্র বালিকা স্কুল অ্যান্ড কলেজের ২১ নম্বর কক্ষে সাধারণ শিক্ষার্থীদের সাথে পরীক্ষায় দিচ্ছে। কারিমা আমনুরা ধিনগর গ্রামের আবু সালামের কন্যা। তার বাবা একজন দিনমজুর, মাতা আমেনা বেগম একজন গৃহিণী। আমনুরা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরতি খোদা জানান, পড়ালেখার প্রবল ইচ্ছাশক্তি কারিমার। সে নিয়মমতো মায়ের কোলে চড়ে স্কুলে আসা-যাওয়া করে। সোমবার ইংরেজি বিষয়ে পরীক্ষা ছিল। সেখানে প্রতিবন্ধী কারিমাকে কোলে নিয়ে পরীক্ষা কেন্দ্রে এসেছিলেন কারিমা মা আমেনা বেগম। আমেনা বেগম জানান, তার পাঁচ মেয়ের মধ্যে তিন মেয়েই জন্মগত শারীরিক প্রতিবন্ধী। অভাবী সংসারে তিন প্রতিবন্ধী মেয়েকে পড়াশোনা করানো অনেক কষ্ট হয়ে যায়। মেয়েদের লেখাপড়ার খরচ দিতে বিক্তবানেরা এগিয়ে আসলে প্রতিবন্ধীদের লেখাপড়া আরও সহজ হতো।