সড়কে ঝরল ৫ প্রাণ

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাজীপুরের শ্রীপুরে দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ -যাযাদি
চট্টগ্রামের লোহাগড়া, মৌলভীবাজারের রাজনগর, গাজীপুরের শ্রীপুর, বরিশালের বাবুগঞ্জ ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ পাঁচজনের মৃতু্য হয়েছে। সংবাদদাতাদের পাঠানো খবর : লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া বটতলী মোটর স্টেশন এলাকায় বুধবার বিকালে চট্টগ্রামগামী দ্রম্নতগামী কাভার্ড ভ্যানের ধাক্কায় হাতিম হোসেন (২৪) নামে এক মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্র নিহত হয়েছেন। হাতিম আমিরাবাদ মাহালদার পাড়া এলাকার জাহিদ হোসেনের ছেলে ও চট্টগ্রামের হাজী মোহাম্মদ মহসিন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র। রাজনগর (মৌলভীবাজার) : মৌলভীবাজারের রাজনগরে বুধবার সকালে সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় জরিফ উদ্দিন (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ গাড়িটি আটক করলেও চালক পালিয়ে গেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাজনগর থানার ওসি আবুল হাসিম বলেন, সকালে উপজেলার কামারচাক ইউনিয়নের মশাজান গ্রামের জরিফ উদ্দিন (৫৫) বিদু্যৎ বিল দিতে উপজেলা পরিষদ সংলগ্ন মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে সিএনজি অটোরিক্সা থেকে নামেন। এ সময় মৌলভীবাজারগামী অপর একটি সিএনজি অটোরিক্সা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা প্রথমে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃতু্য হয়। শ্রীপুর (গাজীপুর) : গাজীপুরের শ্রীপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে আবুল খায়ের (১৭) নামে একজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। আবুল খায়েরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার পাড়াগাতাশি গ্রামে জয়নুদ্দিনের ছেলে। শ্রীপুর থানার ওসি লিয়াকত আলী জানান, বরমীগামী একটি পিকআপ মাওনা-বরমী সড়কের টেপিরবাড়ী বাজারে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নেয়ার পথে আবুল খায়েরের মৃতু্য হয়। বাবুগঞ্জ (বরিশাল): বরিশালের বাবুগঞ্জে ব্যাটারিচালিত অটোচাপায় তিবা (৬) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রহমতপুর-মীরগঞ্জ সড়কের বাবুগঞ্জ কলেজ গেট সংলগ্ন বর্ণমালা কিন্ডার গার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার দুপুরে ট্রাকচাপায় কমলা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। তিনি উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের মৃত রহিম উদ্দিনের স্ত্রী।