পিরোজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃতু্যদন্ড

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
স্টাফ রিপোর্টার, পিরোজপুর পিরোজপুরের জেলা ও দায়রা জজ আদালত স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃতু্যদন্ডের আদেশ দিয়েছেন। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আ. মান্নান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামি মো. রেজাউল মোড়ল খুলনা জেলার ডুমুরিয়া থানার মালতিয়া গ্রামের আবুল কালাম মোড়লের পুত্র। মামলার বিবরণে জানা যায়, হত্যাকান্ডের ৭/৮ বছর পূর্বে সাতক্ষীরা জেলার তালা থানার সুবাসিনী গ্রামের শাহজাহান মোড়লের মেয়ে আসমা বেগমের সাথে খুলনা জেলার ডুমুরিয়া থানার মালতিয়া গ্রামের আবুল কালাম মোড়লের পুত্র রেজাউলের সাথে (উভয়ের দ্বিতীয়) বিয়ে হয়। বিয়ের পর পিরোজপুর শহরের মাছিমপুরের বলাকা ক্লাবসংলগ্ন গাজীবাড়ী রোডের রুবেল তালুকদারের বাসায় স্ত্রী আসমাকে নিয়ে খালকাটা শ্রমিক রেজাউল ভাড়াটিয়া হিসাবে বসবাস করত। ২০১৬ সালের ২২ অক্টোবর রাত ১১টার দিকে খাওয়া-দাওয়া সেরে উভয়েই ঘুমিয়ে পড়ে। রেজাউল পারিবারিক কলহের জের ধরে ঐ রাতেই ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী আসমাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। পরের দিন ভোর বেলায় শ্রমিক সর্দার এসে তাদের ডাকাডাকি করে কোনো সাড়া-শব্দ না পেয়ে পেছনের জানালা দিয়ে চেয়ে দেখেন গৃহিণী আসমার রক্তাক্ত লাশ খাটের উপর পড়ে আছে। তার ডাক-চিৎকারে বাড়ির মালিকসহ স্থানীয়রা এসে খবর দিলে পুলিশকে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে নিহতের পিতা বাদী হয়ে স্বামী রেজাউলের বিরুদ্ধে (জি.আর-৩০৩/১৬, সেশন-৩১৭/১৭) মামলা করেন।