কক্সবাজারে জেলা ইজতেমা শুরু

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ০০:০০

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার শহরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা বুধবার বিকালে আমবয়ানের মাধ্যমে শুরু হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত মূল ইজতেমার কার্যক্রম চলবে। তাবলিগের সাথীরা এরই মধ্যে ইজতেমার প্রাঙ্গণ প্রস্তুত করেছেন বলে জানান জেলা তাবলিগের শুরা সদস্য ও বিমানবন্দর সড়কের মাদ্রাসা আবরারের মুহতামিম মাওলানা আতাউল করিম। তিনি জানান, ইজতেমায় আগত মুসলিস্নদের সুবিধার জন্য বিশালাকারের প্যান্ডেলের পাশাপাশি ৭৫০টি টয়লেট, ১ হাজার প্রসাবখানা ও ১০০ টিউবওয়েল বসানো হয়েছে। পয়ঃনিষ্কাশন ও নিরবচ্ছিন্ন বিদু্যৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাবলিগের প্রায় এক হাজার সাথী কাজ করবেন।