টাঙ্গাইলে এলজিইডির চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবাষির্কী উপলক্ষে শুক্রবার সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় টাঙ্গাইল শিশু অ্যাকাডেমি ও শিল্পকলা অ্যাকাডেমির বিচারকদের বিবেচনায় ‘ক’ (প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি) শাখায় দ্বিতীয় শ্রেণির ঐশি, ‘খ’ (ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি) শাখায় নবম শ্রেণির আব্দুল্লাহ আল মাজিদ জমাদার এবং ‘গ’ (একাদশ শ্রেণি) শাখায় মৌমিতা হক মোহনা প্রথম হয়েছেন। টাঙ্গাইল এলজিইডি’র নিবার্হী প্রকৌশলী মো. গোলাম আজমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন টাঙ্গাইল এলজিইডি’র সিনিয়র সহকারী প্রকৌশলী মো. হুমায়ন কবির, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল মান্নান, মোস্তাফিজুর রহমান প্রমুখ। টাঙ্গাইল এলজিইডিতে কমর্রত কমর্কতার্-কমর্চারীদের পরিবারের ২৩ জন সদস্য চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেন।