কিশোরগঞ্জের হাওরে আমনের বাম্পার ফলন

প্রকাশ | ০৭ নভেম্বর ২০১৯, ০০:০০

অনলাইন ডেস্ক
অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জের হাওর উপজেলাগুলোতে এবার আমনের বাম্পার ফলন হয়েছে। সোনালি ধানে আর কুয়াশাপূর্ণ সকালের রৌদ আর কৃষকদের ধান কাটার ধুম যেন নতুন এক আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জানা যায়, ৭৬ হাজার একর ভূমির মধ্যে প্রায় ৫০ হাজার একর জমি একমাত্র বোরো ফসল উৎপাদন হয়ে থাকে। উৎপাদিত ফসলের ২০ শতাংশ স্থানীয় খাদ্য চাহিদা পূরণ করে বাকি ৮০ ভাগ ধানই দেশের নামকরা বাজার বন্দর সরকারি গুদামে বিক্রির মাধ্যমে জাতীয় খাদ্য চাহিদায় যোগান হয়ে থাকে। গত ক'বছর ধরে ধান কাটার মৌসুমে অকাল বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে বোরো ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকদের মানসিক ও আর্থিকভাবে বিপন্ন হয়ে পড়েছে বলে একাধিক কৃষকের ভাষ্য। হাওরাঞ্চলের বিভিন্ন আবাদী হাওরে ঘুরে দেখা যায়, অষ্টগ্রাম সদর ইউনিয়নে উত্তর বন্দ, দক্ষিণ বন্দ, কাস্তুলের জিংগা মোড়ার মাঠ, ছাইও বড় হাওর, মসজিদে জামের হাওর, ভাতলার হাওর, পূর্ব অষ্টগ্রামের ইকরদিয়া ঘুরে দেখা গেছে, প্রতিটি হাওরেই এখন আমন ধান পেকে সোনালি হয়ে গেছে। কৃষক কৃষাণীরা মহা ব্যস্ত সময় পার করছে। কিশোরগঞ্জের কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিউর রহমান জানান, এই বছর এই জেলায় আমনের লক্ষ্যমাত্রা ছিল ৮১ হাজার ১৩ হেক্টর আবাদ হয়েছে ৮১ হাজার ৫০ হেক্টর। আমন ধানের উৎপাদনের ফলে কৃষকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনাসহ হাওরের আর্থ-সামাজিকতার উন্নতি ঘটাবে বলে জানান তিনি।