জমি বিরোধের জের

শৈলকুপায় দুই পক্ষের সংঘষের্ আহত ১০

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘষের্ অন্তত ১০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে শৈলকুপা উপজেলার দুধসর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলো-ওই গ্রামের রশিদ মোল্লা, সাহেব আলী, নজরুল ইসলাম, আলম হোসেন, শাহীন আলম, গোলাম রব্বানী, সোহরাব বিশ্বাসসহ ১০ জন। শৈলকুপা থানার ওসি আয়ুবুর রহমান জানান, দীঘির্দন ধরে আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের মিল্টন জোয়াদ্দার্র ও নায়েব আলী জোয়াদ্দাের্রর সমথর্কদের মাঝে বিরোধ চলে আসছিল। বুধবার মিল্টন জোয়াদ্দাের্রর সমথর্ক পলাশের ধানের জমির আইল ভেঙ্গে দেয় নায়েব জোয়াদ্দাের্রর সমথর্ক আইয়ুব হোসেন। এ নিয়ে তখন উভয় পক্ষের বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘষের্ জড়িয়ে পরে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৮ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভতির্ করা হয়েছে।