সালথায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

সালথা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের সালথায় সাঈদ শেখ (৫৫) ও নন্দলাল বাড়ই (৩০) নামে দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকালে ও শুক্রবার ভোর রাতে দুই স্থানে এ ঘটনা ঘটেছে। সাঈদ উপজেলার বল্লভদি ইউনিয়নের কামাইদিয়া গ্রামের মৃত ইউসুফ শেখের ছেলে। নন্দলাল আটঘর ইউনিয়নের চাউলিয়া গ্রামের নবরদিব বাড়ইয়ের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার কামাইদয়া গ্রামের সাঈদ শেখ বৃহস্পতিবার বিকালে তার বসতবাড়ির নারিকেল গাছের আগাছামুক্ত করছিলেন। এ সময় নারিকেল গাছের একটি ডাল বিদ্যুতের তারের ওপর পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাঈদ নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মগের্ পাঠিয়েছে। এদিকে আটঘর ইউনিয়নের চাউলিয়া গ্রামের নন্দলাল বাড়ই গত ৪ আগস্ট পরিবারের লোকজনের ওপর অভিমান করে আত্মহত্যার জন্য বিষপান করে। এরপর তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আসার পর শুক্রবার ভোর রাতে নন্দলাল মারা যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। সালথা থানার উপপরিদশর্ক (এসআই) স্বপন কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।