বিদ্যুৎ সংযোগ নিয়ে মারপিট

বগুড়ার শেরপুরে থানায় পাল্টাপাল্টি অভিযোগ

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

শেরপুর (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার শেরপুরে মধ্যভাগ গ্রামে ৬ আগস্ট বিকালে নতুন বিদ্যুৎ সংযোগের জন্য টাকা চাওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শেরপুর থানায় দুপক্ষই পাল্টপাল্টি অভিযোগ দায়ের করেছে। সরেজমিনে জানা যায়, উপজেলার সুঘাট ইউনিয়নের মধ্যভাগ গ্রামে সরকারি বরাদ্দের নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে ৯নং ওয়াডর্ আওয়ামী লীগের সভাপতি আমানুল্লাহ শেখ ১০-১২ সন্ত্রাসী ভাড়া করে ১৬০ জন গ্রাহকের কাছ থেকে ৪ হাজার করে টাকা দাবি করে। সেই টাকা না দেওয়ায় বিদ্যুতের তার না লাগাতে বিদ্যুৎ অফিসের শ্রমিকদের নিষেধ করে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদের ধাওয়া করলে ভাড়াটে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এবং আমানুল্লাহকে মারধর করে আটকে রাখে। পরে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য ভতির্ করে। এ ঘটনায় ওই রাতেই শেরপুর থানায় উভয়পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে শেরপুর থানার পুলিশ পরিদশর্ক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় উভয়পক্ষের অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।