রাতের অঁাধারে ৫৮টি গাছ কেটে সাবাড়

প্রকাশ | ১১ আগস্ট ২০১৮, ০০:০০

গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে রাতের অঁাধারে এক প্রবাসীর ৫৮টি ফলদ গাছ কেটে ফেলেছে দুবৃর্ত্তরা। রবিবার দিবাগত রাতে উপজেলার পাচকাওনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই প্রবাসীর চাচা মো. জাহিদুর রহমান সোমবার কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, ১০ বছর আগে মুকসুদপুর উপজেলার বেজড়া গ্রামের প্রবাসী মেহেদি হাসান সুমন পাশ্বর্বতীর্ কাশিয়ানী উপজেলার পাচকাওনিয়া গ্রামে ২২ কাঠা জমি ক্রয় করেন। সেখানে পুকুর কেটে ভিটা তৈরি করে বাঁশের বেড়া দিয়ে জায়গাটির চারপাশ ঘিরে ফলদ গাছের চারা লাগায়। সেখানে আম, ডালিম, লিচু, পেয়ারা, নারিকেল, সবেদা, লেবু, তেজপাতা, দারুচিনি, মালটাসহ নানান জাতের ফলের গাছ লাগানো হয়। এসব গাছ ওই দিন রাতে কে বা কারা গাছের মাথাগুলো কেটে মাটিতে লুটিয়ে দেয়। গাছের ডালপালা ও কাÐ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখে। কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান বলেন, গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ আমরা পেয়েছি। ইতোমধ্যে তদন্তকাজ শুরু করেছি। বিষয়টা শত্রæতামূলকভাবে ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।